নড়াইল জেলা শহর, মাগুরা টু নড়াইল বাসস্ট্যান্ড মেইন রোড সংলগ্ন রাস্তার পশ্চিম পাশ্বে অবিস্থত। ১২ ই নভেম্বর ১৯৮৮ সালে অত্র কার্যালয় তৈরী হয়। এটি একটি তিনতলা বিশিষ্ট দক্ষিণমূখী পাকা বিল্ডিং যাহা পুলিশ সুপারের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই অফিসের ১ম তলায় রিসিপশন, কন্ট্রোল রুম, ডিবি অফিস, গার্ড রুম, নামাজ পড়ার কক্ষ, জেলা বিশেষ শাখা(ডিএসবি) এর অফিস কক্ষ অবস্থিত। ২য় তলায় মিনি কনফারেন্স রুম, অর্থ শাখা, ডেসপাস শাখা, প্রধান সহকারী শাখা, রিডার শাখা, গোপনীয় শাখা, মিডিয়া শাখা, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), গণের অফিস কক্ষ অবস্থিত। ৩য় তলায় পুলিশ সুপারের অফিস কক্ষ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), সিআইডি অফিস, কক্ষ অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস